Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনক্যাব সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত।

ক্যাব সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে জরুরী সভা অনুষ্ঠিত।

“ভোক্তা অধিকার রক্ষায় ক্যাব সারা দেশের
ন্যায় সিলেটেও শক্তভাবে কাজ করে যাচ্ছে”।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরী সভা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর উপশহরস্থ গ্রামীন জনকল্যাণ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সদস্য ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী, আতাউর রহমান আজাদ এডভোকেট, সাংবাদিক ইকবাল কবির, সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, সিদ্দিকুর রহমান, হাসিনা বেগম চৌধুরী, মো. আনোয়ার চৌধুরী, সার্জেন্ট আবুল হোসেন, সৈয়দ বদরুল আলম, ফজলে রাব্বী চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, কাওছার আহমদ, ইনামুল হক চৌধুরী, পারভেজ আহমদ, বাহারুল হুদা চৌধুরী, ফারজুল আহমদ চৌধুরী, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, রায়হান আহমদ, অরুপ চৌধুরী, আতিক চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী দিনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটিকে শক্তিশালী করে ভোক্তা অধিকার রক্ষায় ক্যাব সারা দেশের ন্যায় সিলেটেও শক্তভাবে কাজ করে সিলেট জেলাকে একটি আদর্শিক জেলা হিসেবে পরিণত করতে চায়।

সভায় ক্যাব সিলেট জেলার প্রতিটি উপজেলা কমিটি গঠনের জন্য জেলা কমিটির সদস্যদবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: