Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতবোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস।

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৩লাখ টাকা মূল্যের শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নির্দেশে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) সারাদিন উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী বিলে এই অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী জানান, দেশীয় মাছ রক্ষায় নানাধরণের জাল নিষিদ্ধ করেছে সরকার। এর মধ্যে ম্যাজিক জাল বা চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইতোপূর্বে আমরা নিষিদ্ধ জালের গুদাম, নদী ও বিল বাঁওড়ে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। আজ রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান পরিচালনা করি। অভিযানে শতাধিক জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন – গত দুই সপ্তাহে প্রায় দশ লাখ টাকার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজও প্রায় শতাধিক জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ বিশেষ করে দেশীয় মাছ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ডহরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মধুসূদন পাণ্ডের নেতৃত্বে পুলিশের একটি টিম, গণমাধ্যম কর্মী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: