
সিলেট মহানগর বিএনপির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় মোরাদপুর বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। নেতৃবৃন্দ কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিতে বড় ধরনের বিভক্তি সৃষ্টির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তারা নেতাকর্মীদের খুন, গুম, গায়েবী মামলা, হামলা এবং কারাদণ্ড দিয়েও জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের টলাতে পারেনি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অতীতেও জনগনের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে আমাদের বিচ্যুত করা যাবে না। আমাদের লক্ষ্য হলো তারেক রহমানের ৩১ দফার আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। যেখানে প্রতিটি মানুষের চিকিৎসা, শিক্ষা সহ সকল মৌলিক অধিকার সমুন্নত থাকবে। এজন্য প্রতিটি জাতীয়তাবাদী সৈনিককে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই মন্ত্রী-এমপিরা প্রতিটি সেক্টরে অভাবনীয় কাজ করেছেন। অতীতে ক্ষমতায় থাকাকালে বিএনপির উন্নয়নের সুফল পেয়েছেন টেকনাফ থেকে তেতুঁলিয়ার প্রতিটি মানুষ। তিনি বলেন, আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিগত ১৭ বছর সংগ্রাম করেছি। এখন আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিতে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে হলো ৩১ দফাভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ। জননেতা তারেক রহমান প্রণীত দেশগড়ার এই ৩১ দফা প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৩১ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন মিয়া’র সভাপতিত্বে এবং শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও শাহপরান থানা ছাত্রদল নেতা মো. সুফিয়ান খান এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ সাধারণ সম্পাদক শোয়েব আহমদ শোয়েব, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক শেকু, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সদস্য ফরহাদ আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার আহমদ, সহ-সভাপতি কামরান আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক মায়া।
সম্মেলনে ২০২৫-২৬ দ্বি-বার্ষিক নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হন মো. তাহির আলী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. আবুল কালাম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন শাহজাহান আহমদ। সম্মেলন শেষে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট মঞ্জুর ইলাহী সামী।