Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeআইন আদালতবোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির আহমেদ, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আব্দুল হক মৃধা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর হাফেজ মাও. মো. বিল্লাল হোসাইন, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় সাহা, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, শিক্ষক কৃষ্ণরঞ্জন সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ আলভির রহমান, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, গণমাধ্যম কর্মী আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন । এবছর উপজেলাটিতে ১২২টি মন্দিরের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মণ্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, ডিজে গান বাদ দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ সঙ্গীত পরিবেশন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রশাসন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: