
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, আন্দোলনকালে আমরা যে ঐক্য দেখিয়েছি যার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে তা ধরে রাখতে হবে। আমাদের ঐক্যে ফাটল ধরাতে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ঐক্যে যেন ফাটল না ধরে।
তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) খাদিমপাড়ার সূচনা কমিটিনিউটি সেন্টারে ৩৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শুয়েব, মুর্শেদ আহমদ মুকুল, ভিপি মাহবুবুল হক চৌধুরী, সাংগঠকি সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক তারেক আহমদ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ চেয়ারম্যান, সাধারণ সম্পায়দ ফয়জুর রহমান ফয়জু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি। বিজ্ঞপ্তি