Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeআইন আদালতবোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে পাইপ বিনষ্ট ও জরিমানা

বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে পাইপ বিনষ্ট ও জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়েছে। উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০০ মিটার পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়। বৃষ্টি উপেক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। এর আগে গত ৯ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলাধীন পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বিল থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। অভিযানে একজনকে বালু উত্তোলনের অপরাধে সংশ্লিষ্ট আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ৬০০ মিটার পাইপ জব্দ করে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: