Friday, September 19, 2025
Friday, September 19, 2025
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত।

বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত দুই সাংবাদিকের কবর জিয়ারত।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও সাংবাদিক নাজমুল হক নজীর এবং সাংবাদিক আমীরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বোয়ালমারীর সাংবাদিকতা অঙ্গনের বিকাশ ও পেশাগত উৎকর্ষ সাধনে এই দুই প্রয়াত সাংবাদিকের অবদান অনস্বীকার্য। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরকালীন জীবনের শান্তি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম। এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন, প্রয়াত সাংবাদিক নাজমুল হক নজীরের দুই ছেলে এবং প্রয়াত সাংবাদিক আমীরুল ইসলামের ভাগ্নেসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম মনিরুজ্জামান, ঢাকা টাইমস প্রতিনিধি আমির চারু বাবলু, সাংবাদিক ও লেখক জাহিদ হাসান চঞ্চল, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: