
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান।
ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় পূর্বের ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।
এই নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে যারা এটা দেখার দায়িত্বে ছিলেন তারা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত।
এ অবস্থায় অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেন। পরে এক প্রজ্ঞাপনে তাদেরকে মোহাম্মদপুর থেকে সরিয়ে নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আমি থানায় প্রবেশ করে দেখি থানা প্রাঙ্গণে চার থেকে পাঁচটি গাড়ি। আবার গোয়েন্দা রিপোর্টও খারাপ ছিল। এমন পরিস্থিতিতে যদি কারো খাওয়া বা নামাজ পড়ার প্রয়োজন হয় তাহলে একেকটি টিম করে আসতে পারতো। কিন্তু সবাই একসঙ্গে আসা দায়িত্বে অবহেলার শামিল। সিনিয়র কর্মকর্তাদের কমান্ডও যথাযথভাবে তারা অনুসরণ করেনি। এ কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’