Monday, September 22, 2025
Monday, September 22, 2025
Homeসারা বাংলাশিবগঞ্জে ৪৮টি পূজা মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি।

শিবগঞ্জে ৪৮টি পূজা মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৮টি পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। প্রতিটি মণ্ডপে প্রতিমা প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে,দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতা দিয়ে শিল্পীর ছোয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমা। এরপর শুরু হবে রং করার কাজ।

অন্যান্য বছরের মত এবছর মন্দিরগুলো সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ এবং বর্ণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে সজ্জিত হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ২৮সেপ্টেম্বর ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা, চলবে ৫দিন ব্যাপি অর্থাৎ ২অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুণাল মুখার্জী বলেন,শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়, আলোকসজ্জাসহ যাবতীয় কাজ খুব দ্রুত শেষ হওয়ার পথে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, বলেন সকল ধরনের নিরাপত্তার জন্য পুলিশের চৌকস দল নিয়োজিত থাকবে, ইতিমধ্যেই পূজা মণ্ডপগুলোতে পুলিশ টহল দিচ্ছে, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন,দুর্গা উৎসব সার্বজনিনভাবে পালনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: