Monday, September 22, 2025
Monday, September 22, 2025
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি।

রাণীশংকৈলে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি।

সুজন রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
চুরি হওয়া বিদ্যালয় দুটি হলো—নেকমরদ ইউনিয়নের করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়।
করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতর থেকে ৪টি সিলিং ফ্যান, ১টি প্রজেক্টরের পর্দা, ১টি ওজন পরিমাপের মেশিন এবং ১টি ম্যাজিক চুলা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, নৈশ্যপ্রহরী আশরাফুল আলম নিয়মিত দায়িত্ব পালন না করার সুযোগে এ ঘটনা ঘটেছে। তিনি চাকরির পাশাপাশি প্রাইভেট মাইক্রোবাসের চালক হিসাবে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। তবে আশরাফুল আলম জানান, “আমার মায়ের অসুস্থতার কারণে ঘটনার দিন রাতে বিদ্যালয়ে ছিলাম না, সেই সুযোগে চুরি হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আই টি এম একরামুল হক বলেন, “গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্কুল ছুটি দিয়ে দরজা-জানালা বন্ধ করি। রবিবার সকালে এসে দেখি অফিস থেকে ফ্যানসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে। পরে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানিয়ে থানায় অভিযোগ করি।”তবে রাতে নৈশ্য প্রহরির দায়িত্ব অবহেলার বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
অন্যদিকে লেহেম্বা ইউনিয়নের শালবাড়ি ডিবিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে চোরেরা একটি ইন্টারনেট রাউটার নিয়ে যায়। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রোববার সকালে এক সহকারী শিক্ষক বিদ্যালয়ে এসে অফিসের দরজা খোলা অবস্থায় দেখতে পান। এরপর ভেতরে ঢুকে রাউটার চুরি হয়েছে বুঝতে পারেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বানু জানান, “উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাটি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।”
এবিষয়ে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “চুরির বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের জিডি করার নির্দেশ দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় মাদকসেবী ও কারবারিদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরির ঘটনা ঘটছে।তাই পুলিশের এগুলোর বিষয়ে জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, চুরির ঘটনা বিষয়ে তার জানা নেয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: