Monday, September 22, 2025
Monday, September 22, 2025
Homeরাজনীতিবিএনপি ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে-বদরুজ্জামান সেলিম।

বিএনপি ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে-বদরুজ্জামান সেলিম।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে- তাহলে বিএনপি সরকারের কাছে দেশ ও প্রতিটি নেতা-কর্মী যেমন নিরাপদ থাকবে, তেমনিভাবে বিএনপির বাহিরে যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপি যদি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বজনীন থাকুক। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিবে।
তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিন রনিখাই ইউনিয়নের খাগাইল বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাবেক আহবায়ক উস্তার আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা শরকুম আলী, আব্দুল মতিন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক জিয়াউর রহমান, বিএনপি নেতা আব্দুল মুত্তালীব, নুরুল ইসলাম, হাবিজুল, আব্দুর রহমান, নুর মিয়া, নুয়াব আলী, মুহিবুল হক, ফারুক আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ, মিজানুর রহমান, আল আমিন, শাব্বীর আহমদ, জামাল উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনির উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ বিন বাছির, কামরুল ইসলাম, ফারুক আমমদ, ছাত্রদল নেতা শরিফ হাসান, আরিফুল হক, পারভেজ আহমদ, জাকির হোসেন, ছাত্রদল নেতা মিসবাহ উদ্দিন, জামিল আহমদ, রুফুল আমীনসহ ৩১ দফা লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ অংঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: