Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeবিশেষ প্রতিবেদনসিলেটের জেলা প্রশাসকের সাথে বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ধূপাগোল...

সিলেটের জেলা প্রশাসকের সাথে বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ধূপাগোল এর নেতৃবৃন্দের মতবিনিময়।

মানবিক দিক বিবেচনায় স্টোন ক্রাশার মিশিন চালুর দাবী।

সংবাদদাতাঃ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ ধূপাগোল নেতৃবৃন্দের এক মত বিনিময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্েেমলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ধূপাগোল এলাকার শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা উল্লেখ করেন,চার মাসের অধিক কাল ধরে – স্টোন ক্রাশার সমূহ বন্ধ থাকায় এর সাথে যুগযুগ ধরে জীবীকা নির্বাহকারি হাজারো শ্রমিক ব্যবসায়ী মারাত্মক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। কর্মহীন শ্রমিক পরিবার মারাত্মক খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে রােতে সংশ্লিষ্ট এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। এ সুযোগে ব্যাপক হারে চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। ইতোমধ্যে ধূপাগোল এলাকার বেশ কয়েকটি পাথর ভাঙ্গা মিলের মিশিনারী যন্ত্র, বৈদ্যুতিক সামগ্রি চোরের নিয়ে গেছে। এতে কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, – সরকারী নির্দেশনা মেনে ইতোমধ্যে নিজ উদ্যোগে ধূপাগোলের সমুদয় লোকাল পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পুনঃস্থাপনের জন্য স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তীতে সরকার অনুমোদিত পাথর বিপননের ব্যাপারে তারা জেলাপ্রশাসকের নিকট অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ীরা মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়ে সেগুলো চালুর অনুমতি প্রদানের দাবী জানান। ব্যবসায়ীদের দাবীর প্রতি সহানুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক সরকারী সকল বিধিবিধান মেনে ব্যবসায়ীদের কর্মসংস্থান চালুর আশ্বাস প্রদান করেন।মত বিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, বুলবুল মিয়া, সোহেল আহমদ, আবুল কালাম আজাদ আল মামুন, সাহেদ আহমদ, রাজন আহমদ রাজু, বাহারুল ইসলাম শাহজামাল, হাবিব আহমদ,মাসুক আহমদ, ফরহাদ হোসেন, শাহিন আহমদ আমিনুল ইসলাম বাবু, আতাউর রহমান,সুজন মিয়া, মুসারফ, রনি দত্ত, সুমন বৈশ্য, লিটন দাস, মুসা মিয়া, তোহিন আহমদ, জিয়া আহমদ, লোকমান মিয়া প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: