
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার অবৈধভাবে পাথর উত্তোলন এবং বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাথর মজুদ, ক্রয়-বিক্রয় এবং পাথর ভাঙার মেশিন ব্যবহারের জন্য ০২ দুই জন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এবং একই সাথে আনুমানিক ৮০০০ সিএফটি পাথর এবং ০৪ টি পাথর ভাঙার মেশিন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ডিমলা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির।
ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এসময় সহযোগিতা করে। ইউএনও মো. ইমরানুজ্জামান জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান অব্যাহত থাকবে।



