Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeবিশেষ প্রতিবেদনসাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন।

সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন।

মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাগেরহাট জেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে সম্প্রতি দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
মানববন্ধনে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী বলেন, “সন্ত্রাসীরা যদি মনে করে একজন হায়াত উদ্দিনকে হত্যা করলে সাংবাদিকরা ভয় পাবে, তাহলে তারা ভুল করছে। সাংবাদিক সমাজ কখনও অন্যায়ের কাছে নত হবে না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তিনি আরও বলেন, “সত্য ও সঠিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নির্ভীক থাকতে হবে। সমাজের অন্যায়ের বিরুদ্ধে কলমের শক্তিই সাংবাদিকদের আসল অস্ত্র। এ সময় অন্যান্য সাংবাদিকরা হায়াত উদ্দিন হত্যার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে গোটা সাংবাদিক সমাজের ওপর হামলা। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানান। সাংবাদিক মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভি রিপোর্টার সুমন খান, প্রচার সম্পাদক ও ঢাকার ডাক প্রতিনিধি এম জামান, অর্থ সম্পাদক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, দৈনিক দেশবার্তা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, সাংবাদিক, প্রকাশক ও উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, আজকের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: