Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পটি পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা।

ডিমলায় বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পটি পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্পটি পরিদর্শন করেন সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা। প্রকল্পটি অগ্রগতি ও বাস্তবায়ন কাজের গুণগত মান যাচাই করতে এ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) ডিমলায় অবস্থিত বুড়িতিস্তা নদীর পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন। সৈয়দপুর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল কেএম আযাদ প্রকল্পটি এলাকা পরিদর্শন করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলাপ্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, মো. মিজানুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, রংপুর, মো. আতিকুর রহমান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড নীলফামারী, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা, সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল, নীলফামারী, নিয়াজ মেহেদী। প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়নাধীন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কর্মকর্তাদের অবহিত করেন। ব্রিগেডিয়ার জেনারেল কে এম আযাদ প্রকল্পের মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তারাও নদী খননের প্রয়োজনীয়তা ও এর সামাজিক-অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি ও নদীভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে। পরিদর্শন শেষে তারা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: