Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিসিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী মো. আমিনুল ইসলাম।

সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী মো. আমিনুল ইসলাম।

সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন মো. আমিনুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

আগামীতে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণঅধিকার পরিষদ আজ একটি গণআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, এই দলের আদর্শই পারে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। তাই আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি, যেন জনগণের পাশে থেকে সত্যিকার অর্থে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিতে পারি।
তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের কোনো বিষয় নয়; এটি জনগণের সেবা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি অঙ্গীকার। আমি যদি মনোনয়ন পাওয়ার সুযোগ পাই, তাহলে এলাকার প্রতিটি মানুষকে সাথে নিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। গণঅধিকার পরিষদের পতাকা হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমঅধিকারের বাংলাদেশ গড়ে তুলতে পারবো এটাই আমার দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি সমাজিক সংগঠনের পাশে থেকে সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: