
“গুণীজনরা বেঁচে থাকেন
তাদের কর্মের মাধ্যমে”
“গুণীজনরা বেঁচে থাকেন তাদের কর্মের মাধ্যমে তারা মরেন না তাদের স্থান পরিবর্তন হয় নীল কাসেম বেঁচে থাকবেন তার সাহিত্য সংস্কৃতির কর্মের মাধ্যমে মিলি কাশেমের শিশু সাহিত্য ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যে অনন্য ভূমিকা রাখবে আরেকজন লিখেছেন সৃষ্টি করা আমাদের জন্য দুর্লভ হবে তার লেখনি শক্তি আমাদের সাহিত্য এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তার তার এই কর্মকে বাঁচিয়ে রাখতে হলে তার প্রকাশিত এবং অপ্রকাশিত লেখাগুলাকে একত্রিত সংকলিত করে সংরক্ষণ করতে হবে তাহলে তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখা সম্ভব এবং তার কর্মের যথার্থ মূল্যায়ন হবে একজন গুনি ও সাহিত্যিক নীল কাসেম একজন গুণী শিশু সাহিত্যিক হিসেবে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর নজরুল একাডেমীতে চাঁদের হাট সিলেট জেলা ও মহানগর শাখা এবং ছড়ামঞ্চ সিলেট এর যৌথ আয়োজনে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা, ছড়ামঞ্চ সিলেটের উপদেষ্টা বিশিষ্ট লেখক ছড়াকার সাংবাদিক সৈয়দ আবুল কাশেম (মিলু কাশেম) এর প্রয়াণে আয়োজিত শোক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট শিশু সাহিত্যিক, গীতিকার ও ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল এর সভাপতিত্বে ও চাঁদের হাট কেন্দ্রীয় আহবায়ক কমিটির মূখ্য সংগঠক কবি ও সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো চীফ ইকরামুল কবির ইকু, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও সিলেটের প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামছুল বাসিত শেরো, সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু, আজকের সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সাব্বির জালালাবাদী, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সবুজ সিলেটের বিভাগীয় সম্পাদক মো. ফয়ছল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাছির, এলডিপির সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, ছড়ামঞ্চ সিলেটের সহ সভাপতি তারেশ কান্তি তালুকদার, বিশিষ্ট বাউল শিল্পী বিরহী কালা মিয়া, সহকারি অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, কবি ও শিক্ষক সঞ্জয় কুমার নাথ, বিশিষ্ট অভিনেতা ও শিল্পী শাহ মো. আলী রব, বাউল শিতন বাবু, বাউল নিজাম উদ্দিন, ফটো সাংবাদিক শরিফ গাজী, অভিনেতা ও যুব সংগঠক কামাল আহমদ, ইনজামামুল হক মুন্না, আমিনুল হক শাওন, সাংবাদিক কাওছার আহমদ, সহিদুল ইসলাম, প্রয়াত মিলু কাশেমের বোন সৈয়দা ফারজানা খাতুন ও মেয়ে সৈয়দা সামিয়া শাহরিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও প্রয়াত মিলু কাশেমের জীবনী পাঠ করেন চাঁদের হাট সিলেট জেলার আহবায়ক সাংবাদিক মো. আঙ্গুর মিয়া। প্রয়াত মিলু কাশেমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৩য় মেয়ে সৈয়দা সামিনা শারমিন। বিজ্ঞপ্তি



