Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির।

ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ : খন্দকার মুক্তাদির।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ।

তিসি সোমবার (১৩ অক্টোবর) নগরীর শাহপরান এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিসিকের ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড ও খাদিমপাড়া ইউনিয়নের নাগরিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার। সিলেটের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও তারা গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে রায় দেবে। প্রতিটি ভোটকেন্দ্র হবে একেকটি দুর্গ, যেখানে পাহারায় থাকবে জনগণ। বিএনপি মানেই সংগ্রাম, বিএনপি মানেই ত্যাগ। আজ যারা নির্যাতিত, গুম-খুনের শিকার, তাদের চোখের জল মুছিয়ে দিতে হবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে।
হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল নূরের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। সিসিকে’র ৩২ নং ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন সাইফুদ্দিন আহমেদ সাবিল, ৩৩নং ওয়ার্ডের পক্ষে আব্দুল মালিক, ৩৫ নং ওয়ার্ডের পক্ষে ফকরুজ্জামান নিজাম, ৩৬ নং ওয়ার্ডের রাখেন ফয়েজ আহমেদ, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খছরুল হাসান, ৮ নং ওয়ার্ডের পক্ষে জিরাই মিয়া, ৪নং ওয়ার্ডের মইনুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মস্তফা মিয়া, ৫নং ওয়ার্ডের মজনু মিয়া, ৬নং ওয়ার্ডের সৈয়দ ফয়েজ, ১নং ওয়ার্ডের সাকের আহমেদ, ২নং ওয়ার্ডের সেলিম আহমদ, নাজমা আক্তার প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: