Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeআইন আদালতর‌্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে ডিমলার হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

র‌্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে ডিমলার হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ভাতিজি বউয়ের লোহার রডের আঘাতে চাচা শ্বশুরের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে ডিমলা থানায় ০৩/১৭৮ নং একটি হত্যা মামলার দায়ের করা হয়। ঘটনার পর হতে ঘটনায় জড়িত ও এজাহারনামীয় আসামিরা পালিয়ে আত্মগোপনে করে । গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ জন এজাহারনামীয় পলাতক দুই আসামী দম্পতিকে গ্রেফতার করেছে নীলফামারী র‍্যাব-১৩।

র‌্যাব জানায়, নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে গত ২ অক্টোবর ৩ টার দিকে পূর্বের পারিবারিক কলহের বিরোধের জেরে চাচাতো জ্যাটাতো দুই জা, শাহিনা বেগম ও বিথি বেগমের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয় । ঘটনা দেখে চাচা শ্বশুর মৃত্যু রহিম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৭৫) মারামারি থামাতে গেলে ভাতিজি বউ মোছা, নিথি আক্তার (৩৫) রড দিয়ে চাচা শশুর আব্দুস সাত্তারের মাথায় আঘাত করলে আব্দুস সাত্তার গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায় । এ ঘটনা দেখে প্রতিবেশী জাহিদুল,আরিফ ও আনারুল হক সহ এলাকাবাসী আব্দুস সাত্তার কে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আ,ছাত্তার ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ৫ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মাজেদ ৭ জন নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মৃত্যুর দিনেই ডিমলা থানায় হত্যা মামলা নং ০৩/১৭৮ দায়ের করেন। মামলা দ্বায়েরের পর হতে ঘটনায় জড়িত ও এজাহার নামীয় আসামিরা পালিয়ে গিয়ে আত্মগোপন করে।

গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী র‌্যাব-১৩ এবং কুমিল্লা র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কালীবাজার এলাকা থেক চাঞ্চল্যকর ঐ হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী মোসা, নিথি বেগম (৩৫) ও মো, সবুর আলী (৪০) দ্বয় দম্পতিকে গ্রেফতারের করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার, ও র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) রংপুর এর বিপ্লব কুমার গোস্বামী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: