Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeসারা বাংলাকমলগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদ্‌যাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন।

কমলগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উদ্‌যাপন ও তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ উদ্বোধন।

মৌলভীবাজার ((জেলা) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে মণিপুরী তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মোঃ ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মনছুর আলমগীর, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ; মোঃ রাফ উদ্দিন, অধ্যক্ষ, শ্রীমঙ্গল সরকারি কলেজ; এবং মাখন চন্দ্র সূত্রধর, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ, এবং সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা।

বক্তারা বলেন, লালন সাঁইয়ের দর্শন ধর্ম, বর্ণ ও শ্রেণির ঊর্ধ্বে মানবতার মুক্ত বার্তা দেয়। তাঁর গান ও ভাবধারা আজও সমাজে সহমর্মিতা, সাম্য ও মানবিক চেতনার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে এসব শিক্ষা ধারণ করে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন লালনগীতি, মণিপুরী নৃত্য, আবৃত্তি ও বাউলসংগীত। তরুণ প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত পরিবেশনা।

‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর আওতায় শুরু হওয়া এই তাঁতবস্ত্র বুনন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারীদের ঐতিহ্যবাহী মণিপুরী তাঁতের কারুকার্য রপ্ত করে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানটি আয়োজন করে মণিপুরী ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, এবং সহযোগিতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: