Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত।

ডিমলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু প্রধানের নেতৃত্বে এই সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু,মুক্তার হোসেন,অধ্যাপিকা সেতারা সুলতানা সহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা মন্ডলী সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী। বক্তারা বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে,সভায় দলের প্রতি ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: