Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিপথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কার্যক্রম জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে: কয়েস লোদী।

পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কার্যক্রম জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে: কয়েস লোদী।

সিলেটে প্রবাসী সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগীতায় পথচারীদের জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানির কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার নগরীর পাঠানটুলায় ২য় ঠান্ডা ও গরম পানির মেশিন স্থাপন করা হয়। দোয়া শেষে কার্যক্রম শুভ সূচনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় তিনি বলেন, পথচারীদের জন্য বিশুদ্ধ পানি পান কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জনস্বাস্থ্য রক্ষা করে এবং পানির অভাবে সৃষ্ট বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এই ধরনের উদ্যোগ সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে সহায়ক এবং এটি মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং হজম প্রক্রিয়া সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা। পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কার্যক্রম জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরান হোসেন হেলাল, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মঈনুদ্দীন মঈনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রনি পাল, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর হাসান, যুবদল নেতা তারেক আহমেদ, হাসনাত আহমেদ, ৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা ছাত্রদল সাদ্দাম আহমেদ, এম এম শাহরিয়ার রাফি প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: