Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeস্বাস্থ্যবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিশেষ সাধারণ ও আজীবন সদস্যদের সাথে...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিশেষ সাধারণ ও আজীবন সদস্যদের সাথে আলোচনা সভা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০২৫-২০২৭ সালের আয়োজনের লক্ষ্যে আজীবন সদস্যবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সভার শুরুতে ইউনিটের চেয়ারম্যান দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পূর্বে ইউনিটের বয়োজ্যেষ্ঠ আজীবন সদস্য মো: নাজমুল হোসেন এফসিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাখেন ইউনিটের সেক্রেটারি ও কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে ইসি কমিটির সদস্য পারভেজ আহমেদ ও ইউনিটের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ফয়সাল আহমেদ, নুরুল আমিন এবং আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মাহবুব কাদির শাহী, অধ্যাপক ফরিদ আহমেদ,
আলোচনা সভায় আজীবন সদস্যবৃন্দ ও উপস্থিত অতিথিরা ওজিএম ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি, সময়সূচি এবং প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করেন।
সভায় অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন। ইউনিটে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানকে সুশৃংখল ও সার্থক করার জন্য নির্দিষ্টভাবে দায়িত্ব পালন করেন।
সভা শেষে সভাপতি উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: