Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিডিমলায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ডিমলায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা ৬নং নাউতারা ইউনিয়ন ১নং ওয়ার্ড রাসহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নীলফামারী-১ ডোমার ডিমলা জামায়াত মনোনীত অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের দাড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিছক কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের কল্যাণকামী একটি আদর্শবাদী দল। ১৯৭৯ সালের ২৭ মে থেকে স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামী তার গৌরবোজ্জ্বল অভিযাত্রা শুরু করে। জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে একটি জনকল্যাণমূলক আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। জামায়াত সব সময় শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে এই লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। জামায়াতের কর্মসূচি শুধুই রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নয় বরং জামায়াত শিক্ষা সম্প্রসারণ এবং আর্ত-মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার আহবান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: