
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সিলেটের উন্নয়নে পরিকল্পনা করে কাজ করবে। বিএনপির মূল লক্ষ্য হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। বিএনপি ক্ষমতায় এলে উন্নত অর্থনীতি গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে। দেশের প্রতিটি নাগরিক যেন ন্যায্য অধিকার পায় এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে সেই প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল বুধবার নগরীর তাঁতীপাড়া ও হাওয়াপাড়া নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক কাউন্সিলর জামাল আহমদের সভাপতিত্বে ও নাগরিক কমিটির সভাপতি জলকদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন, সহ সভাপতি জিয়াউর আরেফিন জিল্লুর, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, কোতোয়ালি থানার বিএনপির আহবায়ক অলিউর রহমান সুহেল, সদস্য সচিব সুয়েব আহমদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আহমদ পান্না।
সভায় বক্তব্যে রাখেন হাওয়পাড়া নাগরিক কমিটির পক্ষে বাহার আহমদ, আবুল হোসেন, ফজলে রব সাকির, জুবেদ আহমদ, খোকন আহমদ, জুমা আহমদ, খালেদ আহমদ, জাহাঙ্গীর, আজাদ, রিপন, তাতীপাড়া নাগরিক কমিটির, সাখাওয়াত আলী শাহী, জাফর করিম, সালেহ আহমদ, খিজির হোসেন এনু, রিংকু, আজিম প্রমুখ।-বিজ্ঞপ্তি



