
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় এসডিএফ এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ অক্টোবর এসডিএফ রংপুর অঞ্চলের নীলফামারী জেলা অফিসের আয়োজনে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর নীলফামারী জেলা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান সরকার, কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য পুষ্টি ডাঃ মোঃ আবু রাহাত রোকনুজ্জামান।
এছাড়াও সেখানে আরো উপস্থিত ছিলেন,সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল এন্ড জিএ) মো: তাজমুল ইসলাম তালুকদার, মোঃ আসাদুর রহমান ক্লাস্টার অফিসার, মো: আমিনুল হক ক্লাস্টার অফিসার, ক্লাস্টার ফ্যাসিলিটেটর স্বাস্থ্য ও পুষ্টি অত্র হাসপাতালের আরএমও ডাঃ মোঃ নোমান ও অন্যান্য চিকিৎসক বৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীবৃন্দ ।



