
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই স্লোগানকে সামনে রেখে, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায়’ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার ১ নভেম্বর এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। বিশেষ অতিথি ছিলেন গোলাম রাব্বানী প্রধান, চেয়ারম্যান, কালব শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন।
ডিমলা উপজেলায় সমবায় সমিতি সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ উপজেলা বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও কর্মকর্তা সুধীজন। বক্তারা বলেন সমবায়ের মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা প্রত্যেক সমবায়ী সংগঠন যদি সততাওনিষ্ঠার সঙ্গে কাজ করে, তবে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।



