Wednesday, November 5, 2025
Wednesday, November 5, 2025
Homeরাজনীতিনরসিংদী-৪ (মনোহরদী - বেলাব) থেকে মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

নরসিংদী-৪ (মনোহরদী – বেলাব) থেকে মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী
–বেলাব) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নরসিংদী-৪ আসনের জন্য সরদার
সাখাওয়াত হোসেন বকুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর সরদার সাখাওয়াত হোসেন বকুল ফেসবুক লাইভে এসে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন,দলীয় নেতৃত্ব আমার প্রতি যে আস্থা রেখেছেন,আমি সেই আস্থা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।
এছাড়াও তিনি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।পাশাপাশি তিনি বেলাবো–মনোহরদী বাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: