Monday, November 10, 2025
Monday, November 10, 2025
Homeরাজনীতিকোম্পানীগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে আরিফুল হকের মতবিনিময়।

কোম্পানীগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে আরিফুল হকের মতবিনিময়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলাদলের সাথে মতবিনিময় করেছেন বিএনপির এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দলের নেতাকর্মীদের সাথে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খন্দকারের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান মনাফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি নেতাকর্মীদের বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর খনিজ সম্পদে ভরপুর, পর্যটন এলাকা বাদে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান পাথর কোয়ারি খুলে দিতে আমরা কাজ করবো। সরকারের সদিচ্ছা ছাড়া পাথর কোয়ারি খোলে দেওয়া সম্ভব নয়। তাই আমরা সরকার গঠন করে পাথর কোয়ারি খোলে দিব।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড. কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সহ সভাপতি নজির আহমদ, আব্দুল কাইয়ুম, নরুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, সাবেক যুগ্ম সাধারণ জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সদস্য সচিব গিয়াস উদ্দিন, মহিলা দলের সভাপতি আফিয়া বেগম সাধারণ সম্পাদক রাহেলা বেগম, শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক সেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম, তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া, সাধারণ সম্পাদক মনসুর আলম ইছাকলস ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক কয়েস আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: