Monday, November 10, 2025
Monday, November 10, 2025
Homeরাজনীতিমাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী।

মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী।

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী সেবা করার
সুযোগ দেয়া দলের প্রতি আমি কৃতজ্ঞ।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) থেকে মনোনীত বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সেবা করার সুযোগ প্রদান করায়। আগামী নির্বাচনে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান এবং বিএনপির প্রতিক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। বিএনপি অতিথে দেশের সামগ্রিক উন্নয়ন ভূমিকা রেখে এসেছে আগামীতেও আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। তিনি মরহুম এম সাইফুর রহমানসহ প্রয়াত সকল নেতার উন্নয়ন কার্যক্রমের কথা স্মরণ করেন এবং এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে সিলেটের উন্নয়নে তাদের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সদ্য ছাত্র-জনতার আন্দোলনে বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ এটিএম তুরাব ও গোলাপগঞ্জে ৭জন শহীদসহ দেশব্যাপী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আগামীদিনের পথচলায় সবার সার্বিকসহযোগিতা কামনা করেন।
তিনি রবিবার (৯ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরুকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশু, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, নার্গিস চৌধুরী, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়াবীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন সাবুল, বিএনপি নেতা আখতার হোসেন অনিক, গুলজার আহমদ রাহেল, তানভীর আহমদ, সাব্বির আহমদ, দৌলা হোসেন সুভাষ, জাবের আহমদ, নুরুল আমিন, সাইদুল ইসলাম, আইনুল আবেদীন, জামাল উদ্দিন, সালেহ আহমদ, ইয়াছিন রিফাত, শিমুল আহমদ, আবু সুফিয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: