Monday, November 10, 2025
Monday, November 10, 2025
Homeরাজনীতিউন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা...

উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণে কাজ করবো।

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণে কাজ করবো। সিলেটের নাগরিক সমাজের প্রত্যাশা পূরণে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে সবাইকে নিয়ে পরিকল্পনা করে আমরা কাজ করবো।
তিনি বলেন, আপনাদের প্রত্যাশা পূরণে বিএনপি সময়োপযোগী বাস্তবিক বলিষ্ঠ ভূমিকা রাখবে। জ্ঞানী, সৎ, দক্ষ, সৃজনশীল, আলোকিত ও দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে কর্মকৌশল প্রনয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ সিলেট গড়ে তোলা লক্ষ্যে আমরা কাজ করবো।
তিনি গতকাল সিলেট নগরীর দরগাহগেইট এলাকার একটি অভিজাত হোটেলে উন্মুক্ত নাগরিক সংলাপে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসাদ্দাক আহমেদ চৌধুরী সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ রোটারী ইন্টারন্যাশনালের প্রাক্তন ডিজি শহীদ আহমেদ চৌধুরী, জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব সোবহানী চৌধুরী, শাবিপ্রবির প্রাক্তন রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, ড. মোস্তফা শাহজাহান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শামা হক চৌধুরী, ইউকেবিইটি’র নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: