
শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সদ্য ঘোষিত প্রার্থীতালিকায় বান্দরবান–৩০০ নং আসনে সাঁচিং প্রু জেরি’কে মনোনয়ন দেয়। একই আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা। ঘোষিত প্রার্থী নিয়ে ক্ষোভ ও পুনর্বিবেচনার দাবিতেই আলীকদম উপজেলা বিএনপি জবেদ রেজার অনুসারীরা পদযাত্রা ও পথসভার আয়োজন করে।
পথসভায় বক্তারা বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বান্দরবানের বাস্তব রাজনীতি ও দলের শক্তিমত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি।” বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি প্রার্থীতার সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম আহ্বায়ক ইউনুছ মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল হামিদ এবং আলীকদম ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম।



