Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeরাজনীতিখালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দোয়া মাহফিল ও খাবার...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দোয়া মাহফিল ও খাবার বিতরণ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদরাসায় খতমে কুরআন, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় এম এ মালিকের পক্ষ থেকে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া খুবই প্রয়োজন। আমরা মাঠে-ঘাটে মানুষের পাশে আছি এবং থাকব।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ধর্মীয় ও মানবিক পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিন, সৌদিআরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসমান পাপ্পু, নাইমুল করিম খসরু, হুসেন আহমেদ খান ইরন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহয়বায়ক আব্দুল কাদির জিলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কয়সর, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ান উল করিম চৌধুরী রেজওয়ান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আজাদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, বিএনপি নেতা মাহবুবুর রহমান, লিলু মাস্টার, মুক্তাদির আহমদ, নানু মিয়া, সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক টুটুল আহমদ,সাবেক ছাত্রদল নেতা শেখরুল ইসলাম, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ, আল মামুন, সৈয়দ আখতার হুসেন ময়না, মাইজগাঁও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মামুন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবলা আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব আতিকুর রহমান, ছাত্রদল নেতা হক আমিন, রিজভি, শ্রমিক দল নেতা হারুন, আরিফ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: