Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিবেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় নফল রোজা রাখার আহ্বান জানালেন হুমায়ুন কবির।

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় নফল রোজা রাখার আহ্বান জানালেন হুমায়ুন কবির।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটসহ সারাদেশের জাতীয়তাবাদী পরিবার ও সাধারণ জনগণের প্রতি নফল রোজা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শনিবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে হুমায়ুন কবির বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সকলের কাছে নিয়মিত দোয়া মাহফিল এর পাশাপাশি নফল রোজা রাখার ও অনুরোধ জানাচ্ছি। তিনি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তার স্বাস্থ্য সুরক্ষায় আমাদের সমবেদনা ও প্রার্থনা সবচেয়ে বড় অনুপ্রেরণা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সৌজন্যে আগামী সোমবার সিলেট নগরীর আম্বরখানায় নফল রোজাদারদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য সকল রোজাদার কে অনুরোধ জানানো হয়েছে এবং সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সোহেলের সঙ্গে (০১৭১১৩৩২৬২৬) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: