Sunday, December 21, 2025
Sunday, December 21, 2025
Homeরাজনীতিখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদ বাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া...

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদ বাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মহফিল।

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ করা হয়।
রবিবার (৭ ডিসেম্বর) বাদ যোহর নগরীর সুবিদবাজার বায়তুল মাকছুদ জামে মসজিদে বৃহত্তর সুবিদ বাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের উদ্যোগে এই খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও শিরণী বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন মানিক, সদর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, সাবেক সভাপতি ললিক আহমদ চৌধুরী, কৃষকদল বিমানবন্দরের আহবায়ক শাহজাহান মিয়া, মহানগর বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মুমিন আহমদ, মখলিছ খান, আব্দুল মুকিত রিপন, শিপু আহমদ, মুক্তা খান, রহিম মিয়া, ফাহিম আহমদ, নাসির উদ্দিন রহিম, নাবিন রাজা চৌধুরী, আজিজ খান সজীব, রুবেল, শফিকুল ইসলাম রাসেল, সুহেল আহমেদ, মিলন আহমদ, ছাহিদুল আলম সোহান প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান তুলনাহীন। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের কামনা। বর্তমান কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের মনোবল ধরে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার আদায়ে, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে খালেদা জিয়া সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: