Saturday, December 20, 2025
Saturday, December 20, 2025
Homeসারা বাংলাওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া।

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া।

সিলেটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উদ্যোগে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী মাজার মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ শরিফ ওসমান হাদির ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী। মোনাজাতে শহীদ হাদির আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: