Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeবিশেষ প্রতিবেদননর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী সম্পন্ন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী সম্পন্ন।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর আলোকচিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণী সভা ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ও আলোকচিত্র প্রদর্শন কমিটির আহ্বায়ক রেবেকা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আরিফ আহমদ, নর্থ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্টার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সঞ্জয় নন্দী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ ও আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এম.এ. তাহির তন্ময়, মো. তানভীর হাসান চৌধুরী ও তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের লক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতাধিক আলোকচিত্র অনলাইনে জমা করেন। এর মধ্য থেকে বাছাইকৃত ৬০টির অধিক ছবি নিয়ে গত ৬ নভেম্বর ২০২৫ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তার মধ্যে সেরা আলোকচিত্র পুরস্কার পেয়েছেন তিনজন। এতে প্রথম হয়েছেন, আইন ও বিচার বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এম.এ. তাহির তন্ময়, ২য় স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মো. তানভীর হাসান চৌধুরী ও ৩য় স্থান অর্জন করেছেন আইন ও বিচার বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম চৌধুরী। সভার প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এনইইউবি ডেস্ক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর ডেস্ক ক্যালেন্ডার ২০২৬ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে মোড়ক উন্মোচন করেন বিশ^বিদ্যায়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও এনইইউবি উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাক্তন উপাচার্য প্রফেসর শিবলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
এনইইউবি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স হলে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, প্রাজ্ঞজন প্রফেসর ড. আতফুল হাই শিবলী দেশে বিদেশে খ্যাতিমান ব্যক্তি ছিলেন। এই বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন প্রফেসর ড. শিবলী আমাদের মাঝে চির জাগরুক হয়ে থাকবেন। দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাঈল আহমদ। মাহফিলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: