Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeরাজনীতিসিলেটের ৫টি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

সিলেটের ৫টি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১, ২, ৩, ৪ ও ৫ আসনের খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ২৯ ডিসেম্বর’২৫ সোমবার বিকাল ৪টায় সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন যথাক্রমে সিলেট-১ (মহানগর-সদর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগনজ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগনজ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।
মনোনয়নপত্র দাখিল শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে উপস্থিত সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। খেলাফত মজলিস মনোনীত সিলেট-১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগরী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সিলেট মহানগর শাখার অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, মহানগর নির্বাহী সদস্য ও শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ প্রমূখ।
এদিকে সিলেট-৫ (জকিগঞ্জ- কানাইঘাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতী আবুল হাসান। আজ সোমবার বিকাল ৪ টায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি ও জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মস্তুফা আহমদ, জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট উপজেলা সহ সভাপতি মাওলানা জামিল আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, আলতাফ হোসেন,আহমদ আবদুল কুদ্দুস প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: