Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeবিশেষ প্রতিবেদনধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেটের উদ্যোগ।

ধান চাষে সময় ও শ্রম সাশ্রয়ে ব্রি স্যাটেলাইট স্টেশন, সিলেটের উদ্যোগ।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, সিলেটের তত্ত্বাবধানে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাইকরাজ প্রযুক্তি গ্রামে আসন্ন বোরো ২০২৫—২৬ মৌসুমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগমুখী পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উৎপাদনে সময় ও শ্রম সাশ্রয়ের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট(ব্রি) স্যাটেলাইট স্টেশন, সিলেট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ড. মো. রেজওয়ান ভুঁইয়া এবং এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোসা: আবিদা সুলতানা।
এই কার্যক্রমের অংশ হিসেবে ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র ব্যবহার করে প্লাস্টিক ট্রেতে সমান ঘনত্বে বীজ বপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে বীজ বপনের ফলে মানসম্মত, সবল ও সমবয়সী চারা উৎপাদন নিশ্চিত হচ্ছে, যা পরবর্তী চাষ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরবর্তী ধাপে এসব ট্রেতে উৎপাদিত চারাগুলো আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কৃষকের জমিতে রোপণ করা হবে। এতে চারা রোপণের সময় ও শ্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং কৃষি কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এই সমন্বিত যান্ত্রিক পদ্ধতি প্রযুক্তি গ্রামে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার সরাসরি প্রত্যক্ষ করার ফলে কৃষকদের মধ্যে যান্ত্রিকীকরণের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে উঠছে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম সিলেট অঞ্চলের কৃষকদের জন্য সময়, শ্রম ও উৎপাদন ব্যয় সাশ্রয়ের পাশাপাশি অধিক ফলন অর্জনে সহায়ক হবে। বিশেষ করে হাওর ও জলাবদ্ধ এলাকার জন্য উপযোগী যান্ত্রিক ধান চাষ পদ্ধতির সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকরা ধীরে ধীরে টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: