Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Homeরাজনীতিনীলফামারী-১ ডোমার ডিমলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ন্যাপ চেয়ারম্যান জেবেল গাণি।

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ন্যাপ চেয়ারম্যান জেবেল গাণি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি গাভী প্রতিকে নির্বাচন করবেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেবেল রহমান গানি বলেন, “রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা নয়। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কারোরই উচিত হবে না। আমরা চাই সবার জন্য নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত হোক।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান বলেন, “আমি নির্বাচিত হলে ডোমার-ডিমলা তথা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমরা একটি নিরাপদ, ভয়মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রামে অবিচল। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি ‘গাভী’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি, ডোমার ও ডিমলার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেবেন। জনগণ দায়িত্ব দিলে আমি বিশ্বস্ততার সাথে তা পালন করতে সচেষ্ট থাকব।

মনোনয়নপত্র জমাদানের সময় জেবেল রহমান গানির সাথে উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, নীলফামারী জেলা সদস্য ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু এবং ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বলসহ স্থানীয় ন্যাপ ও জোটভুক্ত দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য জেবেল রহমান গাণির বাবা বাংলাদেশ ন্যাপ’র সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গানি স্বপন, মা বিশিষ্ট সমাজসেবিকা নাজহাত গাণি শবনম। দাদা এদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়া।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: