Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeসারা বাংলাবেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের শোক।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের শোক।

বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ মাদানী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, লড়াই ও দেশপ্রেমের এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীনতার এক অনন্য প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তাঁর সাহস, দৃঢ়তা ও ধৈর্য এদেশের মানুষের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিহিংসামূলক মামলা, কারাবাস, নির্যাতন ও গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি জীবনের শেষ সময় পর্যন্ত যে অবিচলতা দেখিয়েছেন, তা রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কোনো প্রতিকূলতাই গণমানুষের প্রতি তাঁর অঙ্গীকারকে ম্লান করতে পারেনি। বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘আপসহীন’ এক কিংবদন্তি।
দু’আ করি, মহান আল্লাহ তায়ালা এই মহীয়সী নেত্রীকে তাঁর অশেষ রহমতের চাদরে আবৃত করুন। তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশজুড়ে থাকা কোটি কোটি অনুসারীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: