Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিসিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা।

সিলেটে অ্যাডভোকেট জামানের পক্ষে মসজিদ ও মন্দিরে দোয়া-প্রার্থনা।

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় বুধবার (৩১ ডিসেম্বর) নগরীর বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার বাদ মাগরিব টিলাগড় জামে মসজিদে এবং বাদ এশা শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী জামে মসজিদে পৃথক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া রাত সাড়ে সাতটায় টিলাগড়স্থ শ্রী শ্রী গোপালজিউ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

মসজিদগুলোতে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা মাহতাবুর রহমান শাহীন, মকসুদ আলম জাহাঙ্গীর, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আবদুর রকিব তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমদ চৌধুরী, মাহবুবুর হোসেন মিলন, সিদ্দেক আলী ও সাজ্জাদুর রহমান সাজু।

আরও উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের সদস্য জামাল উদ্দিন, জাসাস নেতা মুহিবুর রহমান, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আহমদ সাদ্দাম, ফয়ছল আহমদ, রফিক আহমদ, সালাউদ্দিন, রনি আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লি।

দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। টিলাগড় জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মুফতি বোরহান উদ্দিন কাসেমী এবং শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী জামে মসজিদে পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী।

এদিকে, রাত সাড়ে সাতটায় টিলাগড়স্থ শ্রী শ্রী গোপালজিউ মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট কুমার রায়, স্বেচ্ছাসেবক দল নেতা দিপক রায়, অর্পন ঘোষ, মন্দির কমিটির সহ-সভাপতি সুসেন্দ্র চন্দ্র সরকার, সদস্য ডা. অমিনাংশু দাস, বিধান পাল, বাবুল দত্ত, নিশি দগাস, মুকু রায়, বাবুল চক্রবর্তী, অন্তু দাস, প্রেম দাস, বিশাল চক্রবর্তী, জনি দাস, দ্বীপ রায়, মক্কো দাস, বিপ্লব পাল, কৌশিক দেব, তাপস পাল ও রিমন পাল। প্রার্থনা সভাটি পরিচালনা করেন মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী।

কর্মসূচিতে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: