Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিবেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

মোঃ আকতার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:-

ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি ২০২৬) আছর নামাজের পর কেন্দ্রীয় বাজার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি মোনাজাতে অংশগ্রহণ করেন ভোলা–২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন বাকলাই, সিনিয়র সহ-সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু, ক্যাশিয়ার মো. নিরব হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: