Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeআইন আদালতডিমলায় বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১।

ডিমলায় বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী ডিমলায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১জন আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ( ২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার থানার হাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ১টি ভারতীয় গরু ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ সহ একজন কে আটক করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. আইন উদ্দিন (৪০)। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫০০ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: