Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতি২৬তম শামসুর রহমান স্মৃতি বৃত্তির পুরস্কার প্রদান।

২৬তম শামসুর রহমান স্মৃতি বৃত্তির পুরস্কার প্রদান।

মেধার সঠিক লালন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন। তিনি বলেন, একসময় বড় বড় প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে চাকরির জন্য আমন্ত্রণ জানাতো। কিন্তু বর্তমানে ভালো ফলাফল অর্জন করেও শিক্ষার্থীদের চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। এর মূল কারণ হলো আমরা কেবল সার্টিফিকেট দিচ্ছি, প্রকৃত মেধাবী তৈরি করতে পারছি না। তাই মেধার লালনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) নগরীর শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত ২৬তম শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সুফী সুহেল আহমদের সভাপতিত্বে এবং কবি তারেক মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও জিএসসি’র কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার ইসবাহ উদ্দিন, স্পেন প্রবাসী ইমাম ও খতিব আবদুল কাদের মাহদী, সাংবাদিক মুনশী ইকবাল ও আব্দুল জব্বার, শিক্ষক শিহাব উদ্দিন শিহাব এবং শামীম আহমদ।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ইকবার একাডেমির শিক্ষার্থী আরাফ রহমান।

অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির মোট ২৮৩ জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও বৃত্তির পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: