
সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নুর এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রোববার (৪ জানুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক ও মহানগর ব্যবসায়ী ঐক্য কর্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সিলেট প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নেতৃত্বে নবনির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করায় সাংবাদিকতা আরও পেশাদার, দায়িত্বশীল ও গণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা তাদের রয়েছে। তারা নবনির্বাচিত নেতৃত্বের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি



