Saturday, January 17, 2026
Saturday, January 17, 2026
Homeরাজনীতিনান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়।

নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারেকের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় পার্টির মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হাসমত মাহমুদ তারেক নান্দাইল সদর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

মতবিনিময়কালে তিনি নান্দাইলের সার্বিক উন্নয়ন তথা- উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ এবং নান্দাইলে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেন।

হাসমত মাহমুদ তারেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আব্দুল হাকিম ভুঁইয়ার সন্তান। মরহুম আব্দুল হাকিম ভুঁইয়া নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও সমুর্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা ও রাজনীতিতে তার অবদান নান্দাইলবাসীর কাছে আজও স্মরণীয়।

উল্লেখ্য, গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হাসমত মাহমুদ তারেকের মনোনয়ন বৈধতা পায়।

হাসমত মাহমুদ তারেক এর আগেও একবার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন। এবারে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নান্দাইল আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমানে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে নান্দাইল আসনে তার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হেভিওয়েট দুই প্রার্থীসহ আরও চারজন প্রার্থী।

তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাচ্ছেন। আপিল বিভাগ যদি কারও মনোনয়ন বৈধ ঘোষণা করে, সে ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।

মতবিনিময় সভায় নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি- মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক- আকরাম হোসেন সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: