
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
উত্তরের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পৌষের শেষের দিকে হাড়কাঁপানো এই শীতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন শিশু ও বয়স্করা।
ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায়, ৯ ডিগ্রি, ও আজ বুধবার (৭ জানুয়ারি) ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জানা যায়, গত এক সপ্তাহ ধরে নীলফামারী জেলার তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এবং আবহাওয়া অফিস জানিয়েছে নীলফামারী জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে রাস্তাঘাট, বাজার ও শপিংমলগুলোতে লোকসমাগম কম দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, ও উপজেলার বিভিন্ন এলাকায় খোলা জায়গায় বসবাসকারী মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
জীবিকার তাগিদে বাইরে বের হওয়া নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এদিকে উপজেলার অটোভ্যান ও অটোরিকশার চালকরা বলেন, দিনে সূর্যের দেখা নেই, প্রচণ্ড শীতে মানুষ অটোভ্যান ও অটোরিকশায় উঠছে কম এতে আয় কমে গেছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর জানান, বুধবার নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ও গত সপ্তাহ তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।



