
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসন কঠোর অভিযান চালিয়েছে। এ অবস্থায় প্রশাসনের চোখ ফাকি দিয়ে একটি চক্র নদী থেকে পাথর লুট চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় শনিবার (১০ জানুয়ারী) বিকালে ডালিয়া এলাকায় তিস্তাপাড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথর বোঝাই ২ টি ট্রাক্টর জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ ইমাম মোশারফ। ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম এবং গ্রাম পুলিশ এসময় সহযোগিতা করে। জনসচেতনতা বৃদ্ধিতে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা এর কঠোর অভিযান মোবাইল কোর্ট অব্যাহতভাবে চলমান থাকবে বলে জানানো হয়।



