Friday, January 16, 2026
Friday, January 16, 2026
Homeরাজনীতিভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্রের প্রতীক। তাঁর জীবন, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, আজ দেশের মানুষ দমন-পীড়ন, নির্যাতন ও ভয়ের রাজনীতির শিকার। বিরোধী মত দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। এম ইলিয়াস আলীর মতো জনপ্রিয় নেতাকে আজও গুম করে রাখা হয়েছে। আমরা তার সন্ধান ও ন্যায়বিচার চাই। যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।
তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আমরা আপসহীন। সিলেট-২ আসনের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনেও তারা ধানের শীষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) খাজাঞ্চি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রীতিগঞ্জ বাজারে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মাফেরাত কামনায় ও এম ইলিয়াস আমলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাজারি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা আবুল বাশার ফারুক এর সভাপেিতত্ব ও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শহিদ আহমদ মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব এর যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেবুল আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক কাউসার খান, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, সহ ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সহ অর্থ সম্পাদক শফিক আহমদ মেম্বার, লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিক মিয়া, আজাদ মিয়া, কারী সফিক মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আবায়ক শামসুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, মহিলা দলের আহবায়ক বিলকিস আক্তার রিমা বেগম, ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা মিন্টু মালাকার আসকর আলী সিহাব উদ্দিন, ফয়েজ চৌধুরী, আবুল কালাম, আফতাব আলী, শফিক আহমদ, আবু সৈয়দ, লিয়াকত আলী, ইউনিয়ন যুবদলের, সভাপতি সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক নুর আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। শোক সভায় দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: